
ডেস্ক রিপোর্ট : মিশিগানের ওয়ারেন শহরে ইসলামিক অর্গানাইজেশন অব নর্থ আমেরিকা (IONA) মসজিদে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৬ থেকে ৭ সেপ্টেম্বর রাতের মধ্যে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা মসজিদের জানালা ভেঙে দেয়, দেয়াল ক্ষতিগ্রস্ত করে এবং নির্মাণ সামগ্রীতে অশোভন গ্রাফিতি লিখে যায়। এ ঘটনায় স্থানীয় মুসলিম কমিউনিটিতে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ঘটনার পর মসজিদ কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করেছে এবং ওয়ারেন পুলিশ বর্তমানে তদন্ত চালাচ্ছে। পুলিশ বিষয়টিকে সম্ভাব্য ঘৃণাজনিত অপরাধ (হেইট ক্রাইম) হিসেবে বিবেচনা করছে। অপরাধী শনাক্তে সহায়ক তথ্য দিলে এক হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস মিশিগান (সিএআইআর-এমআই)।