
ডেস্ক রিপোর্ট : মিশিগানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক মাহফিল ও বর্ণাঢ্য র্যালি। ২২ সেপ্টেম্বর হ্যামট্রামিকে Sunni Alliance of North America (SANA) এর উদ্যোগে অনুষ্ঠিত এই দিনব্যাপী অনুষ্ঠানে ধর্মপ্রাণ প্রবাসী মুসলিমরা একত্রিত হয়ে নবীর জীবনী ও শিক্ষার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন।প্রথমে আইডিয়াল ইসলামিক সেন্টারে বিশিষ্ট আলেমরা বয়ান পেশ করেন। এরপর বাদ জোহর র্যালির মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপস্থিত মুসলিম সম্প্রদায়। বৃষ্টির মধ্যে ভিজেও বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকা, লেবানন, সোমালিয়া, বসনিয়া ও ইয়েমেনসহ বিভিন্ন দেশের কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। প্রিয় নবীর শানে রচিত কবিতা ও নানারঙের ফেস্টুন ও প্লেকার্ড র্যালির সৌন্দর্য বৃদ্ধি করে।
র্যালিটি জসোকম্পো থেকে শুরু হয়ে হ্যামট্রামিক শহরের শেষ সীমানা কার্পেন্টার রোড, কনান্ট হলব্রুক রোড দিয়ে পুনরায় জসোকম্পোর ইসলামিক সেন্টারের সামনে সমাপ্ত হয়। শহরবাসী শান্তিপূর্ণভাবে ধর্মীয় এ র্যালি উপভোগ করেন এবং এর মহত্ত্ব অনুভব করেন। এ আয়োজনে অংশ নেন সিটি কাউন্সিলম্যান এবং আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে আগত বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বরা। নিউ জার্সির শায়খ আমিন মুহাম্মদ, ক্যালিফোর্নিয়ার শায়খ জামাল উদ্দিন, মিশিগানের ড. শরীফ সাহিবজাদা, শায়খ তাহির মতিন সিদ্দিকী ও শায়খ মুহাম্মদ ইশতিয়াক মহানবীর জীবন ও ইসলামের শান্তি এবং ধর্মীয় শিক্ষার উপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।র্যালির সমাপ্তি হয় বিশেষ মোনাজাতের মাধ্যমে। সফল অনুষ্ঠানের জন্য সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সানা’র সেক্রেটারি হাফিজ ক্বারী মাওলানা ফখরুল ইসলাম। অনুষ্ঠানটি ধর্মীয় ও সামাজিকভাবে প্রবাসী মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।