
ডেস্ক রিপোর্ট : পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ওয়ারেনের আল ইহসান ইসলামিক সেন্টারে প্রতিদিন মাগরিবের নামাজের পর মাহফিল, আযকার, সালাওয়াত ও দুআ’র আয়োজন করা হয়েছে। স্থানীয় মুসল্লিদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছে সেন্টার কর্তৃপক্ষ।আয়োজকরা জানান, রাসূলুল্লাহ (সা.)-এর জন্ম মাস রবিউল আউয়ালকে ঘিরে মুসলিমদের মধ্যে ইবাদতের চর্চা আরও বর্ধিত হয়। এই ধারাবাহিকতায় প্রতিদিনের এ আয়োজনে কুরআন তেলাওয়াত, সালাওয়াত পাঠ, আযকার এবং দুআ অন্তর্ভুক্ত থাকবে।এছাড়াও সারা বছরের প্রতিটি বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর আল ইহসান ইসলামিক সেন্টারে নিয়মিত সালাওয়াত ও আযকার মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের এসব নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করে আত্মিক প্রশান্তি অর্জনের আহ্বান জানানো হয়েছে।